মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে গৃহবধু ডায়নার হত্যাকারীদের বিচারের দাবিতে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিহতের আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

কয়েকশ মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের পুরান বাজার এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্র কাছে স্মারকলিপি দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক নিহতের স্বজনদের উপযুক্ত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ মিছিল শেষ হয়।
নিহত গৃহবধুর বাবা মোফাজ্জল মোল্যা বলেন, ৬ আগস্ট শহরের গোলাবাড়ী এলাকায় সুবর্ণা আক্তার ডায়নার কাছে স্বামী সাব্বির হোসেন জসিমসহ তার পরিবারের লোকজন ৫ লাখ টাকা যৌতুকের দাবী করে। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে সুবর্ণাকে বালিশ দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে সুবর্ণার স্বামীর পরিবারের সবাই বাড়ী থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ৮ আগস্ট মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করা হয়।
(এএসএ/এএস/আগস্ট ১০, ২০১৪)