পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : এই প্রথম বরগুনার পাথরঘাটায় ২ জন করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এদের ১ জন পাথরঘাটা আইসোলেশনে রয়েছে। অপরজন বরগুনা জেলায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ২১ জন রয়েছে পাথরঘাটা সরকারি কেএম মাঃবিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারাইন্টিনে।

জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, নারায়ণগঞ্জ থেকে আসা ১জনকে পাথরঘাটা সরকারি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের কোয়ারেন্টিনে রাখার পর শুক্রবার ২৪ এপ্রিল সকালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। অপরজন বরগুনায়, তার নমুনা পজিটিভ হওয়ায় সেখানেই রয়েছেন।

জানা যায়, ২জনের মধ্যে ১জন নারায়ণগঞ্জ থেকে শুক্রবার ১৭ এপ্রিল বরগুনায় আসেন। পরদিন শনিবার ১৮ এপ্রিল সকালে ওই ব্যক্তিকে একই বংশের রুহুল নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে আসার কারণ জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে রুহুলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় করোনা আক্রান্ত ওই ব্যক্তি। এতে রুহুলের মাথায় ৬টি সেলাই দেয়া হয়। ওই দিন-ই পুলিশ তাকে বাড়ি থেকে এনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখে। পরে মঙ্গলবার ২১ এপ্রিল নমুনা পাঠানো হলে বৃহস্পতিবার ২৩ এপ্রিল তার করোনা পজিটিভ আসে।

বর্তমানে পাথরঘাটা সরকারি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে মোট ২১জন কে রাখা হয়েছে। এখানে এপর্যন্ত মোট ২৪ জন ছিল। প্রথমে ২জন কে আইসোলেশনে এবং পরে করোনা পজিটিভ হওয়ায় আরও ১জনকে সহ মোট ৩ জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে।

(ওএস/এসপি/এপ্রিল ২৪, ২০২০)