স্টাফ রিপোর্টার : ওমরাহ করতে আসা সবাইকে আগামী সোমবারের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়।

রবিবার হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হাতেম আল কাদি স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানান, ৮০ শতাংশ ওমরাহ পালনকারী ইতোমধ্যে সৌদি আরব ছেড়ে গেছেন। উমরাহ’র আনুষ্ঠানিকতা শেষ করে বাকীদের সোমবারের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে চলতি মৌসুমে হজযাত্রীদের বরণ করতে একটি হজ প্রতিনিধি দল জেদ্দায় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, হজ পালনের উদ্দেশ্যে আগামী শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে পঞ্চাশ সদস্যের একটি গ্রুপ সৌদি আরবে আসার কথা রয়েছে।
(ওএস/এএস/আগস্ট ১০, ২০১৪)