স্টাফ রিপোর্টার : সরকার অন্যায়ভাবে দেশে গুম-খুন ও হত্যা চালাচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ পুলিশ র‌্যাব দিয়ে বিএনিপর আন্দোলনকে দমন করতে চায়। সরকারকে অবিলম্বে তা বন্ধ করতে হবে।

রবিবার বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটি’র নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান।

‘বিএনপি এসি রুমে বসে আন্দোলনের কথা বলে। আন্দোলন করতে হলে বিএনপিকে মাঠে নামতে হবে’ আ’লীগ নেতা নাসিমের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, বিএনপি মাঠেই দেখা করতে চায়। কিন্তু আওয়ামী লীগ মাঠে দেখা করতে চায় না। তারা পুলিশ ও র‌্যাব দিয়ে বিএনপিকে মোকাবিলা করতে চায়।

ঢাকা মহানগর কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা মহানগর বিএনপিতে কোন দ্বন্দ্ব নেই। যথা সময়েই ঢাকা মহানগরের সকল কমিটি ও উপ-কমিটি গঠন করা হবে।

এর আগে বিকাল সোয়া ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি গঠন ও ভবিষ্যত কর্মসূচি ঠিক করতে বৈঠক করেন ঢাকা মহানগর বিএনপির নব গঠিত কমিটির নেতারা।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সদস্য বরকত উল্লাহ বুলু, যুগ্ম আহবায়ক আবদুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির উপদেষ্টাম-লীর সদস্য আবদুস সালাম প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ১০, ২০১৪)