পাবনা প্রতিনিধি : করোনা আক্রান্ত রোগীদের বহনে দেশের খ্যাতনামা শিল্পগ্রুপ স্কয়ার পাবনায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করলো। শুক্রবার জেলা যুবলীগের নিকট সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শহীদ স্মরণিকা হাইস্কুল মাঠে দুইটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। 

আয়োজক সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাবনা সদর উপজেলার গরীব দুখী মানুষ ফ্রিতে এই অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা প্রয়োজনে ০১৭৩০৬৬৯১৬৬, ০১৭৩৬৪১৯২০৬ ও ৪৫৫৫৮২ এই হট নাম্বারগুলোতে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন।

জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, করোনা কালীন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চলমান থাকবে। করোনা মুক্ত হলেই এই সেবা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, করোনা দূর্গত এই সময়ে পাবনায় স্কয়ারের পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তা বিরল। পাবনাবাসী দূর্যোগকালীন এই মুর্হুতে স্কয়ারের এই সহায়তা ভুলতে পারে না।

অ্যাম্বুলেন্স হস্তান্তরে সময়ে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাইসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

(পিএস/এসপি/এপ্রিল ২৪, ২০২০)