স্টাফ রিপোর্টার, ঢাকা : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিকতা পেশা সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্য এক যৌথ বিবৃতিতে বলেছেন, সাংবাদিকতা পেশাকে জড়িয়ে সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য মানহানিকর ও চরম বিদ্বেষমূলক। তিনি সাংবাদিকদের জড়িয়ে যেভাবে অসংলগ্ন মন্তব্য করেছেন, তা উচ্চারণ করাও কঠিন। তার বক্তব্য গোটা সাংবাদিক সমাজকে মারাত্মকভাবে আহত করেছে। সুতরাং সমাজকল্যাণ মন্ত্রীকে তার অসংলগ্ন বক্তব্য প্রত্যাহার করতে হবে। নইলে সাংবাদিকরা তাকে বয়কট করতে বাধ্য হবে।

(ওএস/অ/আগস্ট ১০, ২০১৪)