পাবনা প্রতিনিধি : পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় শুক্রবার রাতে চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে । এ সময় একটি পিকআপ ভ্যান ও দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন- রংপুরের কোতোয়ালি থানার দহিগঞ্জের মৃত তমসের আলীর ছেলে আতিক হাসান (২৩), ও কুড়িগ্রামের ফুলবাড়ি থানার শিমুলবাড়িয়া গ্রামের খাজা মিয়ার ছেলে হাসানুর রহমান মুকুল (৩২)।

র্যাব জানায়, গোপন সংবাদে জানতে পারে, ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একটি মাদক চালান পাবনা প্রবেশ করছে। এ তথ্যে র্যাব সদস্যরা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুক্রবার রাতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি পিকআপ ভ্যান অতিক্রম করার আগে সিগনাল দিলেও সিগনাল অমান্য করে পালানোর সময়ে র্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করে। গাড়ি থেকে দুইজন নেমে পালানোর সময় তারা আটক করে। পরে গাড়ি তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে।

র্যাব জানায়, আটককৃত দুইজন ও উদ্ধারকৃত গাজা পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পাবনা সদর থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

(পিএস/এসপি/এপ্রিল ২৫, ২০২০)