আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে কর্মহীন অসহায়দের বাড়িতে বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দিলেন ফায়ার সার্ভিস কর্মীদের নিজেদের রেশন।

গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুস ছালাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমান পরিস্থিতিতে এপ্রিল মাসের নিজেদের রেশনের চাল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী উত্তোলন করেন তারা। ষ্ঠাফদের ওই সকল খাদ্য সামগ্রী মঙ্গলবার কর্মহীন অসহায় ৪০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন তারা।

খাদ্য সহায়তা পৌছে দিতে সহায়তা করেন গৌরনদী ফায়ার সার্ভিসের লিডার মো. মহিদুল আলম, অফিস সহকারী মো. আরিফুর রহমান, ফায়ারম্যান মো. সাব্বির মোল্লা, মো. মাসুদ রানা, দিলীপ কুমার মন্ডল ও মো.সফিকুল ইসলামসহ অন্যান্য ফায়ার কর্মিরা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি অবস্থায় দেশে এই মহামারি করোনাভাইরাস শুরু হয়। সেই থেকেই গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় ও পাড়া মহল্লায় গিয়ে জীবানুনাশক স্প্রে ছিটানোসহ গণসচেতনতা মূলক বিভিন্ন প্রচারনার কাজ অব্যাহত রেখেছেন।

(টিবি/এসপি/এপ্রিল ২৮, ২০২০)