নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামে দ‍ুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগ কর্মী মোস্তাফিজ রহমান মঞ্জু (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনার ১৩ দিন পর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মঞ্জু উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পদুয়া গ্রামের নূর নবীর ছেলে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব হাসান মঞ্জুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত ২৮ জুলাই সোমবার দিনগত রাতে যুবলীগ কর্মী মঞ্জুকে গুরুতর জখম ও অচেতন অবস্থায় উপজেলার করমবক্স বাজার-পদুয়া সড়কে তার বাড়ীর পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ মঞ্জুকে উদ্ধার করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঞ্জুর দুই হাত ও দুই পায়ের প্রচণ্ড আঘাতের কারণে পচন ধরে। পরে তার বাম পা কেটে ফেলে দেওয়া হয়। হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার ওসি মাহবুবুল আলম জানান, লাশ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

হামলার ঘটনায় নিহতের মা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা একাধিক লোককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আরো একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(ওএস/এইচআর/আগস্ট ১১, ২০১৪)