গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চলতি ইরিবোরো মওসুমে নেকব্লাস্ট ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। এতে ক্ষেতের ধান সব চিটা হয়ে যাচ্ছে। উপজেলার শত শত কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

উপজেলার ১০টি ইউনিয়নে এ ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। এ কারণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। অধিকাংশ কৃষক ফসল কাটতে ক্ষেতেই যাচ্ছে না। কৃষকের এই ক্ষতির খবর শোনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ক্ষতিগ্রস্থ এলাকায় ছুটে যান।

তিনি জানান, এ ভাইরাস কৃষকদের সর্বনাশ করে ফেলেছে। কিছু ক্ষেতের ধান শতভাগ আর কিছু ক্ষেতের ধান ৬০ থেকে ৭০ভাগ চিটা হয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত সার প্রয়োগের কারণে নেকব্লাস্ট ভাইরাসের আক্রমণে ধানে চিটা হয়েছে।

উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর, শাহবাজপুর, শালীহর, বেকারকান্দা গ্রাম ঘুরে দেখা যায়, শতাধিক কৃষকের হাজার একর ফসল নষ্ট করে দিয়েছে নেকব্লাস্ট ভাইরাস। শুধু বেকারকান্দা গ্রামে কৃষক মোঃ নুর আলমের ৮৫শতাংশ, নুরুল আমিনের ২০০শতাংশ, মিলন মিয়ার ৩৫শতাংশ, মোঃ দুলাল মিয়ার ৫০শতাংশ, আব্দুল মজিদের ৪০শতাংশ, আব্দুল জলিলের ১০০শতাংশ, মোঃ শহিদুল ইসলামের ৫০ শতাংশ, সাইফুল ইসলামের ১২০শতাংশ, আব্দুস সালামের ১৫০শতাংশ, ফখর উদ্দিনের ৫০শতাংশ, মিজানুর রহমানের ১০০শতাংশ, জামাল উদ্দিনের ৬৫শতাংশ, সুজন মিয়ার ৩০শতাংশ, কিতাব আলীর ৬৫শতাংশ জমির ধান নেকব্লাস্ট ভাইরাসের আক্রমণে চিটা হয়ে গেছে। এসব জমিনে ধান কাটতে কৃষক কাঁচি নিয়ে ক্ষেতেও যেতে পারবে না।

(এসআই/এসপি/এপ্রিল ২৯, ২০২০)