পাবনা প্রতিনিধি : পাবনা সদরের টেবুনিয়ায় সৈয়দ ফজলুর রহমান, মমতাজ বেগম ও সৈয়দ মুন্তাজ আলী দুস্থ কল্যাণ ট্রাস্ট এবং বৃদ্ধাশ্রমের উদ্যোগে গত তিনদিনে ৬০০ পরিবারে প্রত্যেককে ৫ কেজি করে আটা সহায়তা প্রদান করা হয়। 

করোনাকালীন দূর্যোগে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর, মালিগাছা, ঘরনাগড়া, শংকরপুর, মনোহরপুর, রূপপুর, নতুন বাঙ্গাবাড়িয়া, কুমাগাড়ি, গাছপাড়া, খোদায়েরপুর, রানীগ্রাম, বাড়ইপাড়ায় ঘরবন্দি, কর্মহীন, অসহায়, দুস্থ, দরিদ্র ও হতদরিদ্র পরিবারে এই আটা সহায়তা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সৈয়দ মুন্তাজ আলী বলেন, গততিনদিনে প্রত্যেক গ্রামে গিয়ে ভূক্তভোগী পরিবারে মধ্যে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে অনেক পরিবারে দু বেলা খাবার পাচ্ছেন না। অনেকে না খেয়ে দিন অতিবাহিত করছেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি, অনন্ত আমার এলাকার মানুষ যেন না খেয়ে থাকে। এর আগেও তিনি ৫ শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী দিয়েছেন এবং এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(পিএস/এসপি/এপ্রিল ২৯, ২০২০)