শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার চক্রপুর গ্রামে শিবির কর্মীর ক্ষুরের আঘাতে নাঈম ওরফে সাজু (২৫) নামে এক যুবক আহত হয়েছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

উপর্যুপুরি ক্ষুরের আঘাতে আহত সাজুকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের জামায়াতকর্মী আব্দুল মাজিদের ছেলে শিবিরকর্মী সোহেল একই গ্রামের মরহুম নিজাম উদ্দিনের স্কুল পড়ুয়া মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। রবিবার সন্ধ্যায় বখাটে সোহেল ওই মেয়ের বাড়ীতে হাজির হয়ে তার সাথে অশালীন আচরন করলে এ সময় বড় ভাই নাঈম ওরফে সাজু বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিবির কর্মী বখাটে সোহেল সাজুকে ক্ষুর দিয়ে উপর্যুপুরি আঘাত করে সটকে পড়ে। ক্ষুরের আঘাতে সাজুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে। তবে শ্রীবরদী থানার ওসি বেলাল হোসেন তরফদার জানান, ঘটনাটি কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এইচবি/এইচআর/আগস্ট ১১, ২০১৪)