রংপুর প্রতিনিধি : পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে রংপুরে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে নগরবাসী। সোমবার সকাল সোড় ১০টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনের নেতৃত্ব দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

একই দাবিতে সেপ্টেম্বর মাসের যে কোনো দিন ১০ মিনিট স্তব্ধ কর্মসূচি ও ১ ঘণ্টা গণঅনশন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। দাবি আদায়ে জনগণকে স্বতস্ফূর্ত অংশ নেয়ার আহ্বান জানিয়ে মেয়র ঝন্টু জানান, ‘রংপুরে গ্যাস সরবরাহের দাবি এ এলাকার মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এ দাবি জানানো হলেও এখন পর্যন্ত রংপুরের মানুষ গ্যাস পায়নি। আমরা আমাদের অধিকার চাই, করুণা চাই না।’

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ। জাতীয় সংসদের স্পিকার রংপুর-৬ আসন থেকে নির্বাচিত, বিরোধীদলীয় নেত্রীও রংপুরের পুত্রবধূ, সজিব ওয়াজেদ জয় রংপুরের কৃতি সন্তান। এতো নেতা থাকার পরও আমরা যদি গ্যাস না পাই তাহলে পাবে কে? এই আন্দোলন আমাদের যৌক্তিক আন্দোলন।’

মেয়র ঝন্টু আরও বলেন, ‘যদি রংপুরে গ্যাস না দেয়া হয় তাহলে রাজশাহী, খুলনা ও বগুড়াসহ সারাদেশে যেখানে গ্যাস দেয়া হয়েছে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ করুন। গ্যাস না থাকায় রংপুরে উন্নয়ন ব্যাহত হচ্ছে।’ তিনি দ্রুত রংপুরে গ্যাস দেয়ার আহ্বান জানান।

এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে হাতে ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে খন্ড খন্ড মিছিল আসতে থাকে নগরভবনের সামনে। সকাল ১০টায় শুরু হয় মানববন্ধন। মানববন্ধনটি নগরীর সিটি বাজার এলাকা ( নগরভবন সামনে) থেকে শুরু হয়ে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। এতে সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক, রিকশা ও ভ্যানচালকসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন।

বিভিন্ন শ্লোগান সম্বলিত গলায় ঝুলানো ফেস্টুনে লেখা আছে-‘কৃতি সন্তান ভাই ভাই, গ্যাস আমরা চাই চাই’, ‘জয় ভাই জয় ভাই, গ্যাস চাই গ্যাস চাই,’ ‘আর মোদের দাবি নাই রংপুরে গ্যাস চাই,’ ‘দাবি মোদের একটাই গ্যাস চাই গ্যাস চাই।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, সিটির কাউন্সিলর জাহাঙ্গির আলম তোতা, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, বাংলাদেশ ক্যাবল টিভির দর্শক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাতমাথা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানি তপু, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ১১, ২০১৪)