স্টাফ রিপোর্টার : রাজপথে সহিংসতার অভিযোগে রমনা থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ৩০ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত। একইসঙ্গে আসামিদের স্থায়ী জামিন দেওয়া হয়েছে।

সোমবার মামলাটির চার্জ শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালত আসামিদের স্থায়ী জামিন দিয়ে শুনানির দিন আগামী ৩০ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলালসহ এ মামলার ২৮ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ২ মার্চ রমনা থানায় এ মামলাটি দায়ের করা হয়।

(ওএস/এটিআর/আগস্ট ১১, ২০১৪)