খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল : ঠাকুরগাঁও রাণীশংকৈলে দ্বিতীয় এবং সর্বশেষ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সর্ম্পূণ সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

রবিবার (৩,মে) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশন ইউনিট থেকে ছাড়পত্র দিয়ে তাকে বাড়ী পাঠিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী।

তিনি আরো জানান, গত ২ মে পযর্ন্ত এ্ উপজেলা থেকে মোট ২৯৩ জন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে মাত্র দুজন ব্যক্তি শনাক্ত হয়েছিল। তারাও আবার আইসোলশন ইউনিটে নিবিড় পযর্বেক্ষণে
থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

করোনায় সুস্থ ব্যক্তি হলেন, উপজেলার উত্তরগাঁও গ্রামের করিমুলের ছেলে আসিফ রানা।তিনি ময়মনসিং ফেরত ছিলেন। গত ১৮ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশন ইউনিটে
নেওয়া হয়।

ছাড়পত্র দিয়ে বিদায় দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মোনায়েম।

এর আগে গত ১৭ এপ্রিল করোনা ভাইরাসে উপজেলায় প্রথম শনাক্ত হওয়া রোগী বাশঁবাড়ী গ্রামের মামুনের সাত বছরের কন্যা শিশুটিও সুস্থ হয়ে গত ২৮ এপ্রিল বাড়ী ফিরেছেন।

ডাঃ আব্দুল্লাহ আল মোনায়েম বলেন, করোনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই, করোনায় আক্রান্ত হলেও স্বাস্থ্য বিধি মেনে চললে সুস্থ হওয়া সম্ভব। তার বড় উদহারণ হচ্ছে উপজেলায় মোট দুই জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ী ফেরাটাই। তিনি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম বলেন, এ উপজেলায় আক্রান্ত মোট দুজনের পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় ফলাফল নেগেটিভ। তাদের দুজনের কারো শরীরে করোনার উপস্থিতি আর মিলেনি। তাই তাদের আইসোলশন ইউনিট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

(কেএস/এসপি/মে ০৩, ২০২০)