দীপক চক্রবর্তী

আমরা তো স্যার অল্পে খুশি,
কী হবে আর দুঃখ করে ?
অনাহারে দিন কেটে যায়
দু'চোখে অশ্রু ঝরে !

আমাদের দিন কেটে যায়
হতাশায় বুকটা ফাটে,
যায় ছুটে যায়, থলে হাতে
করবো বাজার গঞ্জের হাটে।

কিন্তু ! আবার হয়না বাজার
পকেট টা আগেই কাবার,
কাজ নেইতো এই করোনায়
তাইতো কেনা হয়না খাবার ।

কাজ নেইতো এই করোনায়
যাচ্ছেনা তাই কিচ্ছু কেনা,
বন্দি ঘরে বসে-বসে
হচ্ছি সবাই দায়িক দেনা।

বাড়ি ফিরি খালি হাতেই
সাঁঝ পেরিয়ে সন্ধ্যা রাতে,
ছেলে-মেয়ে কান্নায় মাতে
নুন জোটেনা পান্তা ভাতে ।

বুক ফেটে যায় মনের দুঃখে
বউটা আসে রুখে,
বলি স্যার আছি সুখে
ভাষা আর নেইকো মুখে ।