মদন (নেত্রকোনা) প্রতিনিধি : করোনার প্রভাবে ধস নেমেছে সারাদেশের মত নেত্রকোণার মদন উপজেলার কুঠুরিকোণা হাঁস হ্যাচারি  শিল্প গ্রামে। যানবাহন বন্ধ থাকায় এর   চাহিদা কমে গেছে । কম দামেও খামারীরা বিক্রি করতে পারছে না হাঁস ও হাঁসের বাচ্চা। এতে ২/৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে খামারিরা। 

করোনার সংক্রমণ রোধে দেশের বেশির ভাগ জেলায় চলছে লকডাউন। ফলে দূরবর্তি যান বাহন বন্ধ থাকায় এর চাহিদাও কমে গেছে। পরিবহন সংকটের কারণে বাজার জাতও করতে পারছেন খামারীরা।

গত কয়েক সপ্তাহ আগেও দেশের বিভিন্ন অঞ্চলে বাচ্চা ২৫/৩০ টাকা করে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে অর্ধেক দামে ১২/১৫ টাকায়। এ পরিস্থিতিতে আর্থিক লোকসান গুণতে হচ্ছে খামারীদের ।

খামারি ইয়াছিন মিয়া, খায়রুল, আইনূল, কাসেম, হুমায়ুন, সালাম, মেহেদি হাসান জানান, লকডাউনের কারণে হাসঁ ও হাঁসের বাচ্চা বিক্রি করতে পারছিনা। কারণ আমাদের এ সব হাঁস ও বাচ্চা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয়। করোনা ভাইরাসের কারণে যে বাচ্চা ২৫/৩০ টাকায় বিক্রি হতো এ বাচ্চা বিক্রি করছি ১২/১৩ টাকায়। এতে আমাদের প্রায় ২/৩ কোটি টাকার লোকসানে পড়ে যাব।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদ করিম সিদ্দিকী জানান, করোনা ভাইরাসের কারণে ওদের অনেক ক্ষতি হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানাবো।

(এএমএ/এসপি/মে ০৪, ২০২০)