বরগুনা  প্রতিনিধি : আগামী অর্থবছরে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার ব্যবস্থা করবো, আমার বামনা-পাথরঘাটা- বেতাগীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যেই সকল  ঘরে বিদ্যুতায়ন করা হবে। এই সরকার ক্ষমতায় আসার পর এদেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে।

দক্ষিনাঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য বাগেরহাটের রামপালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌছে দিয়ে আ’লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবেই। গত রবিবার সন্ধ্যায় বরগুনার বামনা উপজেলার রুহিতা ও আমতলী গ্রামের ১.৮ কিঃমি বিদ্যুত সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। তিনি রুহিতা গ্রামের মা শাহাভানু ফাউন্ডেশনে বিদ্যুতের সুইজটিপে এই নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ঘোষণা করার পরে ওই এলাকার ৮৬টি অন্ধকার ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হয়। বিদ্যুত সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার, বামনা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, বামনা থানার অফিসার ইন-চার্জ ওমর ফারুক, বামনা উপজেলা পল্লী বিদ্যুৎ সভাপতি মো. জসিম উদ্দিন, পল্লী বিদ্যৎ এলাকা পরিচালক বিধান চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(এমএইচ/এএস/আগস্ট ১১, ২০১৪)