পাবনা প্রতিনিধ : পাবনা জেলার সদর উপজেলায় করোনাভাইরাসে কোন রোগীর মৃত্যু হলে তার পরিবার প্রয়োজন মনে করলে পাবনা জেলা যুবলীগ বিনা খরচে তার দাফন সম্পন্ন করে দেবে । এছাড়া বর্তমানে পাবনা জেলা যুবলীগের উদ্যোগে স্কয়ার গ্রুপের সহযোগিতায় বর্তমান করোনা পরিস্থিতিতে ফ্রি এম্বুলেন্স সার্ভিস পাবনা সদর উপজেলায় চালু রয়েছে। হট লাইন ব্যবহার করে অ্যাম্বুলেন্স করোনা রোগী ছাড়াও সাধারণ রোগীরা ফ্রি ব্যবহার করতে পারবেন। এছাড়া পাবনায় কোন করোনা রোগীর মৃত্যু হলে তার মৃতদেহ পরিবহনের ব্যবস্থা করবে পাবনা  জেলা যুবলীগ ।

এ বিষয়ে কথা বললে পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা ও কেন্দ্রীয় যুবলীগের অনুপ্রেরণায় স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনাতে ২০ হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে পাবনা জেলা যুবলীগ। পাশাপাশি আমরা করনা আক্রান্তদের জন্য বিভিন্ন সেবা কর্মসূচি চালু করেছি। যুগ্ন আহবায়ক শিবলী সাদিক বলেন যদি কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায় তার পরিবার যদি মনে করেন তাহলে আমরা পাবনা জেলা যুবলীগের পক্ষ থেকে তাঁর দাফনের যাবতীয় কাজ সম্পন্ন করে দেবো। পাবনা জেলা যুবলীগের এ উদ্যোগ কে ধন্যবাদ জানিয়েছে পাবনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । পাবনা জেলা যুবলীগের এই মহতী উদ্যোগ ছরিয়ে পড়ুক দেশের বিভিন্ন স্থানে এ প্রত্যাশা পাবনাবাসীর ।

(পিএস/এসপি/মে ০৪, ২০২০)