স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের নিয়ে অশালিন বক্তব্য দেয়ায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সর্তক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সর্তক করা হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে নাম প্রকশে অনিচ্ছুক এক মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেন আপনার কি হয়েছে? আপনি এর আগে সাংবাদিকদের নিয়ে অনেক কথা বলেছেন।”

তিনি আরো বলেন, ‘এ সময় স্বাস্থ্য মন্ত্রী নাসিম সৈয়দ মহসীন আলীকে উদ্দেশ্য করে বলেন, আপনি সাংবাদিকদের খবিশ আর টবিশ বলেন কেন? খবিশের বাংলা রাবিশ এ দুটোর উৎপত্তি সিলেট থেকে।’

ওই মন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় তোবা গামেন্টর্স নিয়ে আলোচনা করা হয়। এ সময় বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তারা যদি শ্রমিকদের কল্যাণ চায়, তা হলে বেতন নিয়ে রাজনীতি করছে কেন।?আসলে তারা আন্দোলনের নামে ষড়যন্ত্র করেছে।’

>>গাজায় হামলার ঘটনায় মন্ত্রিসভায় ফের নিন্দা


(ওএস/এটিআর/আগস্ট ১১, ২০১৪)