ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : করোনা মোকাবেলার পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে ঈশ্বরদী পৌরসভা এডিস মশার লাভা ধ্বংসের উদ্যোগ গ্রহণ করেছে। করোনা মোকাবেলার জন্য পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে ব্লিচিং মিশ্রিত পানি ছিটানো ও অসহায় মানুষদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরমধ্যেই মঙ্গলবার হতে আগাম ব্যবস্থা হিসেবে পৌর এলাকায় এডিস মশার লাভা ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার স্যানিটারী পরিদর্শক আবুল কাওছার সুজার নের্তৃত্বে ওয়ার্ডে ওয়ার্ডে এই কার্যক্রম চলছে।

পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু জানান, ঈশ্বরদীতে এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ও জনসাধারণকে সচেতন করে তোলার জন্য পৌরসভার পক্ষ হতে আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। গত বছর জুন হতে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রামক আকারে ছড়িয়ে পড়েছিল। এবছরও ডেঙ্গুর প্রাদুর্ভব হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

তিনি আরো বলেন, করোনার কারণে এমনিতেই বিপর্যস্থ ,এরমধ্যে যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। একারণেই এডিশ মশার লাভা ধ্বংসের জন্য ঈশ্বরদীতে আগাম ব্যবস্থা নেয়া হয়েছে।

(এসকেকে/এসপি/মে ০৫, ২০২০)