স্টাফ রিপোর্টার : দেশের উভয় পুঁজিবাজারে ষষ্ঠ দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। সোমবার দিনের শুরু থেকে মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। টাকার অংকে লেনদেনও তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭৩ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৩ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকা।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের। এ সময়ে কোম্পানিটির ১৭ লাখ ৪৭ হাজার ৬০০টি শেয়ার ১৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।

রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৩০ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৭৬৩ কোটি ৯০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬৪৮ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৪ লাখ টাকা।

(ওএস/এটিআর/আগস্ট ১১, ২০১৪)