কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে সোমবার বেলা  ১১টার সময় প্রাইভেট কার গাড়ীর সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কার ও ফাতেমা পরিবহন কোচ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আমিরুল ইসলাম (৫০) নিহত হয়েছে। দুই গাড়ি ড্রাইভার ও যাত্রীসহ আন্তত ১০ জন আহত হয়েছে।

এ সময় কুষ্টিয়া-পাবনা মহাসড়ক প্রায় ২ ঘন্টা যানবহন চলাচল বন্ধ ছিল।
ভেড়ামারা থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে কুষ্টিয়া গামী প্রাইভেট কারটি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ও ডা. আমিরুল ইসলাম নিজেই চালাচ্ছিলেন ও ভেড়ামারা গামী যাত্রীবাহী ফাতেমা পরিবহন কোচ ঘটনাস্থলে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কার গাড়ীর সিলিন্ডার বিস্ফোরণ হলে প্রাইভেট কার ও ফাতেমা পরিবহন কোচে আগুন ধরে যায়। অগ্নিকান্ডে প্রাইভেট কারে থাকা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর আরএমও ডা. আমিরুল ইসলাম ঘটনাস্থলে পুড়ে নিহত হয়।
আহতরা হলো ড্রাইভার মনিরুল (৩৪), আছিয়া খাতুন (৪৫), আমজাদ (২৮), সাব্বির (১২) সহ আহত ১০ জনকে কুষ্টিয়া ও স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই গাড়ির আগুন নিভাতে সক্ষম হয়।
(কেকে/এএস/আগস্ট ১১, ২০১৪)