পাবনা প্রতিনিধি : পাবনা শহরের মধ্যে ব্যাংকের এটিএম বুথ, মার্কেটের নাইটগার্ড, রাস্তায় হকার্স ও পথচারীদের জন্যে প্রতিদিন ১০০ প্যাকেট ইফতার বিতরণ করছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

দেশে করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলাকালে প্রায় সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসসহ নানা ধরণের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে কারণে হোটেল রেস্তরা বা রাস্তার সামনে বাহারি ইফতার সামগ্রী নিয়ে বসা ফুটপাটের দোকানপার্ট গুলোও বন্ধ। কিন্তু থেমে নেই জীবনযাত্রা। প্রয়োজনের তাগিদে দরিদ্র, হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষেরা পথে বের হয়েছেন।

সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি’র সহকারি কামরুজ্জামান রকি বলেন, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে এবং তার পরামর্শে শহরের বিভিন্ন ব্যাংকের গার্ড, এটিএম বুথের গার্ড, শপিং মল ও মার্কেটের গার্ডসহ রাস্তায় হকার্স এবং পথচারীদের ইফতারের জন্য প্রতিদিন ১০০ প্যাকেট ইফতারী নিয়ে আমরা নানা স্থানে ঘুরে ঘুরে ভূক্তভোগীদের হাতে পৌঁছে দিচ্ছি।

গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, সারাদিন রোজা থাকার পর যদি ওই রোজদার ইফতার করতে না পারেন। তাহলে আমরা ইফতার করি কিভাবে। সবাইকে হয়তো দিতে পারছি না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি কিছু অসহায়, দুস্থ ও দরিদ্র শ্রেণির মানুষকে ইফতারের ব্যবস্থার মাধ্যমে।

এমপি প্রিন্স বলেন, এই মুহুর্তে সমাজের বিত্তবান মানুষকে মানুষের সহায়তার জন্য এগিয়ে আসতে হবে। যাতে কোন মানুষ না খেয়ে থাকে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দূর্যোগে দূর্গত মানুষের কথা চিন্তা করে একের পর এক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তার এই মানবিক উদারতাকে শ্রদ্ধা জানিয়ে আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়াই।

পাবনা শহরের আব্দুল হামিদ রোড, দই বাজার, নীমতলা রোড, বড় বাজার, কোর্ট চত্বর, লাইব্রেরী বাজার, রাধানগরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা সংসদ সদস্যের এই রোজদারদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া কর্মসূচী বাস্তবায়ন করছেন।

(পিএস/এসপি/মে ০৭, ২০২০)