সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গাজীপুরের কাপাসিয়ায়া সাংসদ সিমিন হোসেন রিমির উদ্যোগে তাজউদ্দিন ও সৈয়দা জহুরা তাজউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে কাপাসিয়া উপজেলার ১০০০ (এক হাজার) প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ জাতের সবজি বীজ বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে এই বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে বীজ বিতরনের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বাসক প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কাপাসিয়ার সাংসদ সিমিন হোসেন রিমির উদ্যোগে তাজ উদ্দিন ও সৈয়দা জহুরা তাজ উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ১০০০ (এক হাজার) প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। যাতে উপজেলায় কোন প্রান্তিক কৃষকদের জমি অনাবাদি না থাকে।

এ ছাড়া বজর্না, বরুন, তেতুলিয়া সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে ডেরস, মিষ্টি কুমড়া, জিংগা, ডাটা, লাল শাক, পুইশাকের বীজ বিতরন করা হয়।

(এসকেডি/এসপি/মে ০৭, ২০২০)