আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পূণঃব্যবহারের সুবিধার্থে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের অর্থায়নে মেশিনটি চালু করায় ব্যবহৃত মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। ফলে অপচয়রোধ করা সম্ভব হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেশিনটি স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশালসহ দেশে উন্নতমানর এন-৯৫ মাস্ক’র স্বল্পতা ও দামের উপর বিবেচনায় একাধিকবার ব্যবহার করা দূরহ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তারই পরিপ্রেক্ষিতে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের পক্ষ থেকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুনঃব্যবহারের উপযোগি করতে ইউভি স্টেরিলাইজার মেশিনটি স্থাপন করা হয়েছে।

আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ নুরুন্নবী তুহিন জানান, মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবাণুমুক্ত) একাধিকবার ব্যবহারের সুযোগ রয়েছে। যে সকল মাস্ক ব্যবহার করা হয়েছে বুধবার থেকে সেগুলো আবারও স্টেরিলাইজ করার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা এই মেশিনের সুবিধা পাবেন এবং পর্যায়ক্রমে জনসাধরনের সুবিধায় ব্যবহার করা হবে।

(টিবি/এসপি/মে ০৭, ২০২০)