মাগুরা প্রতিনিধি : মেহেদী রঙ্গে সেজে আর একটু পরেই বিয়ের পিঁড়িতে বসবে মাহিদা (১২)।  ঠিক হয়েছে পারিবারিক ভাবে ও  ইসলামী শরিয়ত মোতাবেক আজ সোমবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের রিয়াজুল (৩০) এর সাথে তার বিয়ে হবে। প্রশাসনের বাঁধায় নববধুর সাজে সাজা না হলেও বাল্য বিবাহের হাত থেকে রক্ষাপেল মাহিদা।

নাম প্রকাশে অনিচ্ছুক মাহিদার এক আত্মীয় উত্তরাধিকার একাত্তরকে জানান মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের মাহাবুব মুন্সীর মেয়ে মাহিদা। সে স্থানীয় কানুটিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। পারিবারিক ভাবে রোববার বিকালে পার্শ্ববর্তী গোপীনাথপুর গ্রামের ফুল মিয়ার ছেলে রিয়াজুল ইসলাম (৩০) এর গোপনে বিয়ে ঠিক হয়েছে। সোমবার দুপুরে ছেলে পক্ষ বিয়ে করে নববধুকে বরণ করে নিতে আসবে বলে নির্ধারন করা হয়েছে। সে উপলক্ষ্যে সকাল থেকেই শুরু হয় গায়ে হলুদসহ বিভিন্ন সমাজিকতা। কিন্তু স্থানীয় প্রশাসন ঘটনায় বাধা দিলে মাহিদা বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পায়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান এ প্রতিবেদককে জানান আমি ঘটনাটি জানতে পেরে থানার থানার অফিসার ইনর্চাজ মো. মতিয়ার রহমানকে অবিহিত করি। তিনি পুলিশ ফোর্স পাঠিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে বিয়েটি বন্ধ করেন।
(ডিসি/এএস/আগস্ট ১১, ২০১৪)