স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, করোনাকালেই কালো আইন বাতিল চাই। সাংবাদিকরা সত্য কথা তুলে ধরে কোন অন্যায় করেন না, বরং তারা সরকারকে সহযোগিতা করেন, সেই সাংবাদিক-কার্টুনিস্টদের সমালোচনা সহ্য করার শক্তিও হারিয়েছে সরকার। যে কারণে নির্মম আইন দিয়ে অন্যায়ভাবে বন্ধ করতে চাইছে সকল সমালোচনা-সত্য সংবাদকে। কিন্তু তারা জানে না, যুগে যুগে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত মানুষরা জীবনের কথা না ভেবে সত্য বলেছে এবং বলবেই। আজ যখন একজন কিশোর অথবা একজন দিদারুলকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, তখন কোটি কিশোর জেগে উঠছে, তারা সোচ্চার হচ্ছে ত্রাণ লুটপাট-দুর্নীতি সহ সকল স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে। দেশের মানুষ জেগে উঠলে করোনার চেয়েও তারা ভয়ংকর হয়ে উঠতে পারে বলে আমরা মনে করি। 

১০ মে বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রেফতারকৃত সাংবাদিক-কলামিস্ট-কার্টুনিস্টদের মুক্তির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিক ও উপস্থিত সচেতন নাগরিকদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন। রাষ্ট্রচিন্তা ও বন্ধুজনদের আমন্ত্রণে এসময় ডাকসুর ভিপি নুরুল হক নুর, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য রাখাল রাহা, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান নিলীমা চৌধুরী, তৈয়ব হাবিলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মে ১০, ২০২০)