গাইবান্ধা প্রতিনিধি : আজ সোমবার ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন জন নিখোজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭জনকে। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজের পর ৬ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজের সন্ধান পাওয়া যায় নি।

সকাল ১০টার দিকে নৌকাটি ডুবে গেলেও চারঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান বলেন, গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের রায়দাসবাড়ীর নুনগোলা চর থেকে পাটসহ ১০ জন যাত্রী নিয়ে কামারজানি হাটে আসার পথে বেলা ১০টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। নৌকাটি সদর উপজেলার কড়াইবাড়ী চরের সামনে এসে ঘূর্ণিস্রোতের মুখে পড়লে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় সাত জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৬ ঘন্টা পরও বাকিদের উদ্ধার করা সম্ভব হয় নি। এদিকে স্বজনরা ব্রহ্মপুত্রের তীরে নিখোঁজদের জীবিত ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করছেন। নিখোঁজরা হলেন, নুনগোলা চরের সোহরাব (৪৫), আইতুল্যাহ (৬০), তাসলিমা বেগম (৩০)।
(এইচআইবি/এএস/আগস্ট ১১, ২০১৪)