চট্টগ্রাম প্রতিনিধি : প্রথমে এসিল্যান্ড করোনায় আক্রান্ত। তারপর উপজেলা চেয়ারম্যান তবুও থেমে নেই চকরিয়ার ইউএনও। ঝুঁকি নিয়েই মাঠে কাজ করছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

মঙ্গলবার (১২ মে) চকরিয়া পৌরসভার দক্ষিণ বাটাখালী সুশীল পাড়া এলাকায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ৬টি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে নিজেই হাজির হলেন ঘটনাস্থলে। ঘটনাস্থল পরির্দশন শেষে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আশ্বাস প্রদান করা হয়। সরকার সব সময় জনগণের পাশেই রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন ইউএনও।

প্রসঙ্গত, গত সোমবার রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ বাটাখালী সুশীল পাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এলাকার মিলন শীল, অনিল শীল, বনমালি শীল, শ্রীধাম শীল, বিধু শীল, ছোটন শীল ও প্রদীপ শীলের বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে প্রাথমিক ভাবে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ এসব পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে অন্য কোন বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছ পৌঁছানো হবে।

(জেজে/এসপি/মে ১২, ২০২০)