আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিরুদ্ধে এক বৃদ্ধার বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, উপজেলার শরিকল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত বসু মীরের স্ত্রী আনোয়ারা বেগমের নামে বয়স্ক ভাতার একটি কার্ড থাকলেও কোন দিন সে তার প্রাপ্য টাকা তুলতে পারেন নি।

আনোয়ারা বেগম অভিযোগ করেন, বয়স্ক ভাতার টাকা পাবার আগ মূহুর্তেই স্থানীয় ইউপি সদস্য ফারুক সরদার তার বইটি নিয়ে যেতেন এবং টাকা আসেনি বলে জানাতেন। গত ররিবার শাহাজিরা স্থানীয় একটি বিদ্যালয় মাঠে বয়স্ক ভাতা সুবিধাভোগীদের মধ্যে টাকা প্রদান করা হয়। এ সময় আনোয়ারা বেগম টাকা আনার জন্য যান।

আনোয়ারা বেগম আভিযোগ করে বলেন, আমি রোজা রেখে সকাল ৯টা থেকে সারাদিন রোদে দাড়িয়ে থাকি আমার বইটি যখন টাকা উত্তোলনের জন্য জমা দিব ঠিক তার আগে মেম্বার ফারুক সরদার টাকা আসে নি বলে তিনি (ফারুক) আমার বইটি নিয়ে যান। এইসব দেখে উপস্থিত লোকজন আমার বই মেম্বারে (ফারুক সরদার) নেয়ার কারন জিজ্ঞাসা করলে আমি বিষয়টি সবাইকে বলি এবং তখন জানতে পারি তিন বছর থেকেই মেম্বার ফারুক আমার টাকা উত্তোলন করে আত্বসাত করছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাটি ধামা চাপা দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ইউপি সদস্য ও তার সহযোগিরা। গভীর রাতে ইউপি সদস্য ফারুক সরদার ও তার সহযোগীরা তাকে (আনোয়ারা বেগম) ভয় ভীতি দেখিয়ে চেক ও ভাতার বই এবং সাথে কিছু টাকা ফেরত এবং বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে বলেও অভিযোগ করেন আনোয়ারা বেগম।

অভিযুক্ত ইউপি সদস্য ফারুক সরদার এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, আনোয়ারা বেগম নামে দুই জন থাকায় একটু এলোমেলো হয়েছে পরবর্তীতে রাতে তার বাসায় গিয়ে টাকা দিয়ে এসেছি।

(টিবি/এসপি/মে ১২, ২০২০)