বরিশাল প্রতিনিধি : গত ১২ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হয় মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায়। এরপর থেকে গত ১ মাসে জেলার বিভিন্নস্থানে বুধবার পর্যন্ত ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন রোগী। এর বাহিরে জেলায় করোনা পজেটিভ একজন ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সর্বশেষ বুধবার সকাল পর্যন্ত জেলায় দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। যারমধ্যে একজন নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা নারী বয়স (২০), অন্যজন উজিরপুর উপজেলার বাসিন্দা ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সেবিকা (২৭)।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই করোনায় আক্রান্ত ব্যক্তিদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

(টিবি/এসপি/মে ১৩, ২০২০)