লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক শামসুর রহমান অজ্ঞান পার্টির কবলে পড়ে ২ লক্ষ টাকা খুঁইয়েছেন। তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কর্মকর্তা শামসুর রহমান সোমবার সকাল ৯ টার দিকে তার জামাই লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক সাজ্জাদ হোসেন টিপুর নড়াইল শহরের বাসা থেকে ২ লক্ষ টাকা নিয়ে খুলনা-কালনা এক্সপ্রেসে করে লোহাগড়া আসছিলেন। লোহাগড়া আসলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে বাসের কন্ডাক্টর ডাকাডাকি করে সাড়া পায়নি। এ সময় বাসের শ্রমিকরা শামসুর রহমানের পার্শ্ববর্তী যাত্রী আবুল কাশেমকে আটক করে কালনা ঘাটের স্থানীয়দের হাতে তুলে দেয়। লোহাগড়ার সাংবাদিকদের সহায়তায় পরে লোহাগড়া থানা পুলিশ পুলিশ আবুল কাশেম কে আটক করে থানায় নিয়ে আসেন। শামসুর রহমানকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আটককৃত আবুল কাশেম নিজেকে শ্রমিক লীগের নেতা হিসাবে পরিচয় দেন। তার পিতা আঃ কাদের সরদার, বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালিয়া পুর্বপাড়া গ্রামে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, অসংলগ্ন কথাবার্তা বলায় এবং তার গন্তব্যের আগেই নেমে যাওয়ার চেস্টা করায় বাসের শ্রমিকেরা তাকে আটক করে। এ ঘটনায় শামসুর রহমানের শ্যালক জামিরুল ইসলাম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
(আরএম/এএস/আগস্ট ১১, ২০১৪)