স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বের সেরা তিন ফুটবলারের তুলনায় নিজের সময়ে অনেক ভালো খেলোয়াড় ছিলেন বলে দাবি করলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা এডিলসন।

খেলোয়াড়ি জীবনে ব্রাজিলিয়ান লিগে পালমেইরাস এবং করিন্থিয়াসের হয়ে চারটি শিরোপা জিতেছেন এই স্ট্রাইকার। ১৯৯৩ থেকে ২০০২ পর্যন্ত ব্রাজিলের হয়ে ২১টি ম্যাচ খেলে ৬ গোল করেন।

স্বদেশি নেইমারের সঙ্গে নিজেকে তুলনা করতে গিয়ে এডিলসন বলেন, ‘আমার সেরা সময়ে নেইমারের চেয়ে ভালো খেলতাম। আমার চেয়ে ভালো হতে হলে তাকে বিশ্বকাপ জিততে হবে।’

সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও নিজেকে সেরা খেলোয়াড় দাবি করেন এডিলসন।
তিনি বলেন, ‘আমার একটা ব্যক্তিগত অবস্থান আছে। আমার চেয়ে ভালো হতে হলে মেসিকেও তো বিশ্বকাপ জিততে হবে।’

রোনালদোকে নিয়ে সাবেক ব্রাজিলিয়ান তারকার মত, ‘রোনালদোর শুধু শক্তি আছে। সে দুই পায়েই বল জোরে মারতে পারে। কিন্তু আমি তার চেয়ে বেশি দক্ষতাসম্পন্ন খেলোয়াড় ছিলাম।’

প্রসঙ্গত, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হলেও এখন পর্যন্ত একটি বিশ্বকাপ জিততে পারেননি আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি। ২০১৪ বিশ্বকাপে হাত ছোঁয়া দূরত্ব থেকে শিরোপাস্বপ্ন ভাঙে তার দল আর্জেন্টিনার।

অন্যদিকে পর্তুগিজ যুবরাজ রোনালদো এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার দুজনই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন, ফাইনালে খেলা হয়ে উঠেনি।

তবে রোনালদো পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরোর শিরোপা জিতেছেন। চার বছর আগে অলিম্পিকে দেশের হয়ে স্বর্ণ জেতেন নেইমার।

(ওএস/এসপি/মে ১৫, ২০২০)