হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. হাসানুল ইসলামের আদালতে দুইজন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবী শফিকুর রহমান চৌধুরী তাদের জেরা করেন।

সাক্ষ্যগ্রহণকালে আসামী জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে এএইচএম শামীম, মো. বেলাল হোসেন ওরফে তামিম, হাফেজ হুজাইফা ওরফে ওবায়দুল্লাহ ওরফে সুমন ও আজিজুল ইসলাম গাজী ওরফে আব্দুল আজিজকে আদালতে হাজির করা হয়। এর আগে তাদের কড়া পুলিশ প্রহরায় আদালতে আনা হয়। শহরের শাহী ঈদগাহ’র পাশে ও পৌর মার্কেটের দু’তলার সিড়িতে বোমা বিস্ফোরণ মামলায় রওশন আলী ও সালেহ আহমদ চৌধুরী স্বাক্ষ্য দেন। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট হবিগঞ্জ শহরের ৫টি স্থানে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ব্যাপারে সদর থানায় পৃথক ৫ মামলা দায়ের করা হয়। মামলাগুলোর পরবর্তী তারিখ ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক।
(পিডিএস/এএস/আগস্ট ১১, ২০১৪)