মুসা

বর্জ্য গলা অভিশাপ্ত মাটির হলো বৃক্ষ রাজি
বৃক্ষ বলে জন্ম আমার পাপ হয়েছে নাকি?
এই শহরের এই গ্রামে ঘৃণা করে আমার
পাপাচারে জন্ম আমি ঘৃণা নিয়ে থাকি।

এই শহুরে কাছে আমি বিলিয়ে দেই এ,ফল
খেয়ে গিলে সর্বশেষে মারে লাথি এক দল,
আমি তো আর পাপ করিনি কিসের দোষে আমি
মঙ্গল বার্তা অযোগ্য হয় আমার মন, সম্বল।

নিজের কাছে জিজ্ঞেস করি সৃষ্টি কর্তার কাছে
এত ঘৃণা কিসের দোষে জন্ম দোষের হয়,
এই মাটিতে জন্ম আমার জন্ম দোষে কয়
এই অভিশাপ আমার করে অশ্রু ঝরা সয়।