কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজাহার হালিমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল গুঠুরি এলাকার আব্দুস সুবহান আলীর ছেলে শাকিল (৩৫) প্রচন্ড পেট ব্যথা নিয়ে আজাহার হালিমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয়। এসময় নানা রকমের পরিক্ষা নিরিক্ষার পর কর্তব্যরত ডাক্তার জাহিদ সাধারণ পেট ব্যথা বলে ইঞ্জেকশন দিয়ে একদিন পর বাড়ি ফেরত দেয়। বাড়ি যাওয়ার পর অবস্থা আরো খারাপ হলে পুনরায় ওই ক্লিনিকে আবার যায় শাকিল। সেখানে তাকে আবারো ইনজেকশন দেওয়ার পর তার মানসিক সমস্যা শুরু হয়। পরে স্বজনরা তাকে রোমাইসা ডায়াগনস্টিক সেন্টার নামে আরেকটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানে পরিক্ষা নিরিক্ষার পর জানায় তার এপেন্ডিসাইটিস ফেটে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রূত অপারেশন করা হয়।

এ ব্যপারে শাকিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন।

এ ব্যপারে আজাহার ক্লিনিকের ম্যানেজার মান্নান বলেন, আমাদের কাছে চিকিৎসা নিতে আসে আমরা চিকিৎসা দেই। তারপর কি হয় জানিনা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার সরকার অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, আবাসিক মেডিকেল অফিসার কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আইএস/এসপি/মে ১৮, ২০২০)