স্পোর্টস ডেস্ক : আসলেন, দেখলেন, কথা বললেন এবং জয় করলেন- তামিম ইকবালের ফেসবুক লাইভে স্বল্প সময়ের জন্য (২৯ মিনিট) এসে সবার মন কেড়ে নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তামিমের সঙ্গে নির্মল আড্ডা শেষে দুজন দুজনকে ধন্যবাদ দিলেন।

তামিম বললেন, ‘বিরাট ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেয়ার জন্য।’ বিরাটও বিনয়ের সঙ্গে বলেন, ‘তাামিম ভাই আপনার সঙ্গে কথোপকথনটা বেশ ভালো হয়েছে। চমৎকার সময় কাটল আমাদের।’

সেই সঙ্গে করোনামুক্ত বিশ্ব কামনা করে বিরাট বলেন, ‘কায়মনে কামনা করছি পরিস্থিতি খুব শীঘ্রই যেন ভাল হয়ে যায়। সবাই ভাল থাকুক। আমরা আবার যেন ক্রিকেটে ফিরতে পারি। ক্রিকেট মাঠে যেন আবার দেখা হয়। সবাইকে যেন আনন্দ দিতে পারি। সবার কল্যাণ কামনা করছি।’

একদম শেষ অংশে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরাট বলেন, ‘আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।’

তিনি আরও যোগ করেন, ‘সবাই যেন নিজ নিজ পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন, সময় কাটাতে পারেন। এ খুশির দিনটি সবাই যেন উপভোগ করতে পারে। করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করেও যেন সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এখন করোনার কারণে আসলে সবার এক অবস্থা। আশা করছি সবকিছু খুব শীঘ্রই ভাল হয়ে যাবে, সেটাই কামনা।’

(ওএস/এসপি/মে ১৯, ২০২০)