গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ৪ ব্যবসায়ীকে ১৬ হাজার ৫ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে শ্যামগঞ্জ মধ্য বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

আদালত সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সংক্রামক রোগ নির্মূল, প্রতিরোধ আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ শ্যামগঞ্জ মধ্য বাজারের সততা সু স্টোরের মালিক সোবাহান মিয়াকে ৫ হাজার, মা বাবা স্টোরের মালিক আল আমীন মিয়াকে ৫ হাজার, জুতা ব্যবসায়ী ইদ্রিছ মিয়াকে ৫ হাজার ও জুঁই কনফেকশনারীর মালিক বিমল দাসকে ১ হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয় যা তাৎক্ষনিকভাবে নগদে আদায় করা হয়।

এ সময় ক্যাপ্টেন ইফতেখারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

(এস/এসপি/মে ২২, ২০২০)