সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে অটিস্টিক শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সহায়তা ও নগদ টাকা প্রদান করেছেন তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।

এসময় সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের প্রতি সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার এবং খুব বেশি প্রয়াজন ছাড়া ঘরের বাইরে বের না হতে আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাউরাইল গ্রামের নিজ বাড়িতে ৩০ জন অটিস্টিক শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এলাকার ৩০ জন অটিস্টিক শিশু ও তাদের পরিবারের সদস্যরা খাদ্য সহায়তা গ্রহণ শেষে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ঈদকে ঘিরে মানুষ যেন উৎসবে মেতে না উঠে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সারাদেশে প্রতিদিন করোনা রোগী বাড়ছে। তাড়াশেও ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের সচেতন ও সতর্ক হতে হবে। সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি চলা চল করন। এবার ঈদ উদযাপন না করে জীবন বাঁচানোর চেষ্টা করা বেশি জররী। আমার সাধ্যমত ব্যক্তিগতভাবে ত্রাণ সহায়তা নিয়ে আপনাদের পাশে আছি। আপনারা ঘরে থাকুন। নিরাপদে থাকুন।

(এমএস/এসপি/মে ২২, ২০২০)