ঠাকুরগাঁও প্রতিনিধি: চালককে মারপিটের মামলায় আদালত আসামিদের জামিন দেওয়ায় ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন জামিনের প্রতিবাদে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

সোমবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে জেলা সদর থেকে চারটি উপজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এ রাস রুটে নিয়মিত চলাচলকারী যাত্রীরা।

পুলিশ জানায়, ৭ আগস্ট জেলার হরিপুর উপজেলায় নিশাত পরিবহনের এক চালককে মারপিট ও গাড়ি ভাঙচুর করে কিছু যুবক। পরে ওই গাড়ির চালক দুলাল বাদী হয়ে স্থানীয় টুলু, খলিলুর, আনোয়ার, সাদ্দামসহ ১১ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল আদালতের হাকিম সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন ১১ জনের মধ্যে রবিবার নয়জনকে ও সোমবার বাকি দুইজনকে জামিন দেন।

আদালতের রায়ে জেলা মোটর শ্রমিকের নেতারা ক্ষুব্ধ হয়ে জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, জামিনপ্রাপ্ত আসামিরা গাড়ির চালককে মারপিট করেছে। আবার আদালত একদিনের মধ্যেই জামিন দিয়েছেন। তাই, সুষ্ঠু বিচারের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন, সঠিক বিচার না পাওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, আদালতের জামিনের বিপক্ষে পরিবহন ধর্মঘট ইতিবাচক নয়। শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে।

(ওএস/এইচআর/আগস্ট ১২, ২০১৪)