বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট ফাউন্ডেশন জেলার উদ্ভুত করোনা পরিস্থিতির মধ্যে জেলার ১৫৬জন অতিদরিদ্র সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী. শিক্ষক, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, ইমাম-পুরোহিত, প্রতিবন্ধী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও নারী-পুরুষ ক্ষুদ্র ব্যবসায়ীদের ২ হাজার টাকা করে বিশেষ আর্থিক সহয়তা দিয়েছে।

রবিবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আনুষ্ঠানিক ভাবে প্রাপ্তদের হাতে বিশেষ আর্থিক সহয়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বাগেরহাট ফাইন্ডেশনের সহ-সভাপতি পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ইতরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসরাম, ফাইন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলামসহ ফাইন্ডেশনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএকে/এসপি/মে ২৪, ২০২০)