আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী সাইক্লোন মাঙ্গা। ইতোমধ্যেই এর প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার অন্তত ১৮ হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে, পার্থ মেট্রোপলিটন এলাকার অন্তত সাড়ে ছয় হাজার বাড়িঘরের ওপর আঘাত হানছে মাঙ্গা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসওয়াটার, বাসেনডিন, অ্যাশফিল্ড শহরের পূর্বাঞ্চল। এছাড়া হিলসের সয়ারস ভ্যালে ও মাউন্ট হেলেনার ওপরও আঘাত হানছে এ সাইক্লোন।

অস্ট্রেলিয়ার দমকল ও জরুরি সেবা বিভাগের (ডিএফইএস) ভারপ্রাপ্ত সহকারী কমিশনার জন ব্রুমহল জানিয়েছেন, এধরনের ঝড় প্রতি দশকে একবার দেখা যায়।

তিনি বলেন, এখানকার ঝড়গুলো সাধারণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসে। এবারেরটা আসছে উত্তর-পশ্চিম থেকে।

এর প্রভাবে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো। কিছু কিছু এলাকায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে।

রোববার শুরু হওয়া এ সাইক্লোন সোমবার পর্যন্ত তাণ্ডব চালাতে পারে বলে জানানো হয়েছে। এবিসি, বিবিসি।

(ওএস/এসপি/মে ২৪, ২০২০)