চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে শ্বশুর বাড়ি ঈদ করতে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন রাশেদুল ইসলাম রাসেল (২৬) নামে এক ব্যক্তি। 

সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলা মথুরাপুর ইউনিয়নের চিরইল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পরে গুরুতর আহতাবস্থায় রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন।

জানা গেছে, পাঁচ মাস আগে একই উপজেলার চিরইল গ্রামের আলী আজগরের মেয়ে সোনিয়ার সাথে বিয়ে হয় রাশেদুল ইসলাম রাসেলের। ঈদের দুই দিন আগে এই প্রথম স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ঈদ করতে আসেন তিনি। ঈদের দিন রাতের খাবার শেষে স্ত্রী সোনিয়াকে সঙ্গে করে শোবার ঘরে ঘুমাতে যান তিনি। এরপর রাত ২টার দিকে মাটির ঘরে সিঁদ কেটে কাপড় দিয়ে মুখ ঢাকা একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে রাসেলকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনান্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি সেখ নাসীর উদ্দিন, ওসি (তদন্ত) হানানান্ মাহমুন্টুটুলসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনার ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কী কারণে এমন ঘটনা এবং কারা এই ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

(এস/এসপি/মে ২৬, ২০২০)