মংলা প্রতিনিধি : সুন্দরবনের ডিমেরচর এলাকা থেকে হরিণের চামড়া, মাংস, ফাদ ও ট্রলারসহ ৫ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) ষ্টাফ অফিসার (অপারেসন্স) এম, আলাউদ্দিন নয়ন জানান, কোস্ট গার্ডের কচিখালী কমিন্টনজেন্টের সদস্যরা অন্যান্য দিনের মত সোমবার সন্ধ্যায় ডিমের চর এলাকায় নিয়মিত টহলকালে বনের মধ্যে চোরা শিকারীরা কথা-বার্তা ও আনাগোনা টের পায়। পরে অভিযানকারীরা বনের ভিতর প্রবেশ করে হাতেনাতে ৫ শিকারীকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ১টি হরিণের চামড়া, ৭ কেজি মাংস, ৭৫ মিটার হরিণ শিকারের ফাদ, শিকারীদের ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে কোস্ট গার্ড।

আটক চোরা শিকারীরা হলো পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত আজিজ শিকদারের ছেলে বাদশা মিয়া (৫২), মৃত সুলতান মাঝির ছেলে শাহজাহান মিয়া (৪৫), মোসলেম হাওলাদারের ছেলে হাসান মিয়া (২৬), হেমায়েত আপনের ছেলে ফরিদ মিয়া (২৭) ও আব্দুর রহমান মৃধার ছেলে ফখরউদ্দিন মৃধা (২২)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

(এএইচএস/এইচআর/আগস্ট ১২, ২০১৪)