রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, করোনা পরিস্থিতির কারনে আমপানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে গেছে। ৯শ’ কোটি টাকার ২টি ও ১২শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতিদ্রুত সেগুলোর কাজ শুরু হবে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ টেকসই করা হবে। দুইএক দিনের মধ্যে সেনাবাহিনী কাজ শুরু করবে।

নদীমাতৃক এ দেশে বাঁধ ভাঙ্গবে, ৬০/৬২ সালের এ বাঁধ মেরামত করা হচ্ছে। বর্ষা মৌসুমে যাতে আর না ভাঙ্গে সেভাবে প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ভাঙনকবলিত জায়গায় বেড়িবাঁধ সংস্কারের জন্য মাটি পাওয়া যাচ্ছে না। তবে বাইরে থেকে মাটি এনে হলেও ২-৩ দিনের মধ্যে বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু করা হবে।

প্রতিমন্ত্রী দুপুরে সাতক্ষীরার উপকূলীয় এলাকা শ্যামনগরের কলবাড়ি লঞ্চ পন্টুনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভাঙনকবলিত জায়গায় বেড়িবাঁধ সংস্কারের জন্য মাটি পাওয়া যাচ্ছেনা।

এ সময় তার সাথে সফর সঙ্গি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ জগলুল হায়দার, সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা -২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল ও সেনাবাহিনীর কয়েকজন উর্ধতন কর্মকর্তা।

এর আগে তিনি সীমান্তবর্তী ইছামতি নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাধ পরিদর্শন করেন।

(আরকে/এসপি/মে ২৮, ২০২০)