বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন থেকে দলছুঁট হয়ে লোকালয়ে আসা চিত্রল হরিণটি আবার বনে ফিরিয়ে দিল গ্রামবাসী। 

বৃহস্পতিবার বিকেলে ভোলা নদী সাঁতরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বনসংলগ্ন মধ্য সোনাতলা গ্রামে ঢুকে পড়ে হরিণটি। পরে সেটি ধরে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনের ভোলা নদী পার হয়ে পুরুষ চিত্রল হরিণটি দল ভেঙে বনের কাছের গ্রামে চলে যায়। গ্রামবাসী হরিণটি দেখতে পেয়ে বন সুরক্ষায় নিয়োজিত সেচ্ছাসেবক স্থানীয় ভিটিআরটি ও সিপিজি সদস্যদের খবর দেয়। ওই সেচ্ছসেবকরা গ্রামবাসীর সহযোগীতায় মধ্যে সোনাতলা গ্রামের মুন্সি বাড়ির সামনে থেকে হরিণটি উদ্ধার করে ভোলা টহল ফাঁড়ির বনরক্ষীদের কাছে হস্তান্তর করে। পরে ভোলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলামের তত্বাবধানে সন্ধ্যায় সুন্দরবনের ২৪ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় হরিণটি অবমুক্ত করা হয়েছে।

(এসএকে/এসপি/মে ২৯, ২০২০)