স্টাফ রিপোর্টার : বিএনপি আগামী ১৯ আগস্ট রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে এই সমাবেশ আহবান করা হয়েছে।এ ছাড়া গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট কালো পতাকা মিছিল ও সম্প্রচার নীতিমালা প্রতিবাদের আগামী ২১ থেকে ৩০ আগস্ট সারাদেশে ২০ দলের গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শরিক ২০ দলের উর্ধ্বতন নেতা ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতারা আগের থেকেই বলে আসছিলেন, রমজানের ঈদের পর তারা নতুন করে সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দিবেন এবং সে কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। ১৯ আগস্টের জনসভায় চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রাখবে বরে জানা গেছে।

কর্মসূচি নিয়ে এর আগে রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমটির এজন নেতা জানান, এসব কর্মসূচির বাইরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে ঢাকাসহ সারাদেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।
এছাড়া, আগামী কোরবানির ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিক জেলা সফরে যেতে পারেন বলে জানা গেছে।

(ওএস/এটিআর/আগস্ট ১২, ২০১৪)