স্টাফ রিপোর্টার : আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মে কেন্দ্রীয় ব্যাংক কোনো ছাড় দেবে না বলে কঠোর হুঁশিয়ারি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের অনিয়মে ছাড় দেয়া হবে না। যে কোনো অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা স্থাপনের শর্ত শিথিল করা হবে বলেও তিনি জানান।

এসকে সুর চৌধুরী বলেন, শাখা স্থাপনের বিষয়ে যেসব শর্ত আছে তা শিথিল করে এক মাসের মধ্যে শাখা স্থাপনের অনুমোদন দেয়া হবে বলে ব্যাংকের পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দেয়া হয়েছে।

(ওএস/এটিআর/আগস্ট ১২, ২০১৪)