স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জসিম উদ্দিন (৩৫) নামের একজন মারা গেছেন।

শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত জসিম উদ্দিন সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলির ছেলে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলি জানান, গত ২৭ মে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জসিম উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই সকালে তিনি মারা যান। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের করোনা কমিটির তত্ত্বাবধানে জসিম উদ্দিনের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে।

(জেআরটি/এসপি/মে ৩০, ২০২০)